Sharing is caring!
কেএম সুজন, টাঙ্গাইলপ্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২৩-০৮-১৯ ইং শুক্রবার ধুবড়িয়া পশ্চিম পাড়ার ফকির চাঁনের মেয়ে ফিরোজা আক্তার (১৩) এর বাল্য বিবাহ রোধ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা।
শুক্রবার বিকেলে ঘটক শাবুউদ্দিন(৩৫) ও কনের পরিবার দেশের প্রচলিত আইন অমান্য করে ফরোজার বিবাহের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। গোপন সংবাদ ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরেজমিনে উপস্থিত হয়। তথ্য প্রমানের যাচাই বাছাই করে ঘটক শাহাবউদ্দিন কে ১০,০০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন মনিরা বলেন, নাগরপুরের বাল্য বিবাহ বন্ধের ও মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সজাগ। আমরা শক্ত হাতে এমন আইনবিরোধী কর্মকান্ড দমনে সর্বদা সচেষ্ট। আপনারা সময়মত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার এস আই সজল খান, ধুবড়িয়া ইউনিয়নের মেম্বার মো. মফিজ মিয়া, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।