মোঃ শফিকুল ইসলাম সবুজ টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে সেতু উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।
সোমবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার কলিয়া ঘিওরকোল রাস্তায় রঞ্জু মিলিটারীর বাড়ী পাশে খালে উপর গ্রামীণ অবকাঠামো ১৫ মিটার দৈর্ঘ সেতু উদ্বোধন ও উপজেলা চত্বরে বিভিন্ন ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মোঃ শফিকুর রহমান শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন তালুকদার, নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদ হাসান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আবু বকরসহ বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নাগরপুর মহিলা কলেজে এইচ এসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.