Sharing is caring!
স্টাফ রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুরে স্ত্রীর হুমকির মুখে স্বামী মাসুদ রানা নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-শিবপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ থানায় হাজির হয়ে বিবাদী ১। মোছাঃ শামছুন নাহার
(৩৬) পিতা-মৃত আফছার আলী, সাং-চক কন্দর্পপুর (সরদারপাড়া),থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ সহ আরো অজ্ঞাতনামা ০৪ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ হয়েছে থানায়। অভিযুক্ত আমার প্রথম স্ত্রী হয়। বিগত অনুমান ২৩ বছর পূর্বে তার সহিত আমার ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিবাহ হয়। আমাদের সংসার করাকালে আমাদের দুইটি পুত্র সন্তান, বড় ছেলের নাম মোঃ তানভীর (১৯) এবং ছোট ছেলের নাম মোঃ তুহিন (১৫) জন্ম গ্রহন করে। অনুমান ০১ বছর যাবৎ আমি দ্বিতীয় বিবাহ।করি। বিবাহের পর হইতে বিবাদী পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শারীরিক ও
মানসিক নির্যাতন করিয়া আসিতেছিল। বিবাদী আমাকে সহ আমার তিন ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমরা ১১দিন জেল হাজতে ছিলাম। বর্তমানে উক্ত মামলা হতে জামিনে মুক্তি লাভ করি। আমি গত ইং ২৪-০৭-২০২৩ তারিখে মহাদেবপুর সাব-রেজিষ্ট্রী অফিসে আমার
নামীয় ০২ কাঠা ধানী জমিটি বিক্রয় করার জন্য গেলে উপরোক্ত বিবাদী সহ তাহার লোকজন নিয়ে জমি বিক্রয় করিতে বাধা প্রদান করে এবং আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও
ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। এমতাবস্থায় অদ্য ইং ২৫-০৭-২০২৩ তারিখে বেলা অনুমান
১২:০০ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন ০১ নং মহাদেবপুর সদর ইউপিস্থ মহাদেবপুর হইতে
আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার সময় মহাদেবপুর শ্রী শ্রী রঘুনাথ জিউ
মন্দিরের সামনে রাস্তার উপর পৌঁচ্ছালে উপরোক্ত বিবাদী সহ অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে আসিয়া আমার পথ রোধ করে। তারপরে বিবাদীর হুকুমে অজ্ঞাতনামা ০৪ জন ব্যক্তি আমাকে এলোপাথাড়ীভাবে চড় থাপ্পড়, কিল ঘুষি ও লাথি মারে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম প্রাপ্ত হয় । একপর্যায়ে ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করিলে উক্ত আঘাতটি আমার কপালের
মাঝখানে লাগিয়ে কেটে রক্তাক্ত জখম করে। আমার ডাকচিৎকার শুনিয়া স্থানীয় লোকজন
ঘটনাস্থলে আগাইয়া আসিলে বিবাদী সহ আরো অজ্ঞাতনামা ০৪ জন ব্যক্তি আমাকে বিভিন্ন
ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। উক্ত ঘটনার স্থানীয় লোকজনদের সহযোগিতায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।
এবিষয়ে ভুক্তভোগী বলেন, আমার প্রথম স্ত্রী আমার বিরুদ্ধে নওগাঁ আমলী আদালতে একটি যৌতুকের মিথ্যা মামলা ও আমার ৩ ভাই সহ আমার বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আরো একটা মিথ্যা মামলা দায়ের করেছে,,
এই মামলাতে আমি ও আমার ৩ ভাই কয়েক দিন জেল খেটেছি।
আমি চাই আইন গত ভাবে সকল সমস্যার সমাধান হোক।
একমত অবস্থায় আমার প্রথম স্ত্রী চার জন গুন্ডা ভাড়া করে কেনো আমার উপর আক্রমন করলো আমি তার সঠিক বিচার চাই।
বিবাদী মোছাঃ শামছুন নাহার এই প্রতিবেদককে জানিয়েছেন আমি আমার স্বামী মাসুদ ও তার ৩ ভায়ের বিরুদ্ধে নওগাঁ কোটে মামলা করেছি তারা কিছুদিন জেল হাজতে ছিলো।
বর্তমানে তারা জামিনে মুক্তি পেয়েছে।
আমি আমার স্বামী মাসুদ কে কোনো প্রকার হুমকি দেয়নি।
আমার কোনো লোক দ্বারা মার পিট ও করিনি।
আমি আমার ছেলে ও ছেলের বউ কে নিয়ে মহাদেবপুর দুলাল পাড়ায় একটা ভাড়া বাসায় কয়েক মাস ধরে বসবাস করতেছি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।