মোঃ মিজানুর রহমান মানিক:নওগাঁর মহাদেবপুরে আলোচিত রোড ডাকাতির সাথে জড়িত দুইজন ডাকাতকে গ্রেফতার গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামালের মধ্যে তিনটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী চৌকশ পুলিশ দল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউপির মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মানিরুলের ছেলে মনোয়ার হোসেন (২৪) কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিশ্বনাথপুর মুখর মোড়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় বেড়িকেড দিয়ে ভটভটিতে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করে নেয়।
এ সময় সংঘবদ্ধ ডাকাতদল আম বহনকারী ট্রাকসহ আরো ৪-৫টি পরিবহনে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রামের মৃত বুদ্দেশ্বর উড়াওয়ের ছেলে মিলন উড়াও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসা হবে বলেও জানান তিনি ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.