মোঃ শফিকুল ইসলাম সবুজ( টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ২২,১০১টি বরাদ্দকৃত ঘর সমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর করা হয়।বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি সরাসরি এই গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে এসময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটর উপস্থিতিতে উক্ত ভার্চ্যুয়াল অনুষ্ঠান সরাসরি প্রদর্শিত হয়।এতে উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৩৮টি ঘর হস্তান্তর করা হয় এবং গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল হক, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপুসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা কর্মচারি এসময়ে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.