মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ ভারতের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সার্ক কালচারাল ফোরাম কর্তৃক মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার পেয়েছেন সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডে হোটেল এশিয়া হল রুমে নারীর অধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মনোনীত বিশিষ্টজনদের মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিক মো: হাবিবুর রহমানের পক্ষে তার বড় ছেলে সাংবাদিক মো: আরিফুর রহমান এ্যাওয়ার্ড গ্রহন করেন। আলোচনা সভা ও এ্যাওয়ার্ড প্রদানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: সাদী উজ জামান, বিজনেস সার্ভিসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ফজল উর রহমান, মনোহরী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম ফারুক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম প্রমূখ। সাংবাদিক মো: হাবিবুর রহমান গত ২০২২ সনে ৪টি ও ২০২৩ সনে ৩টি জাতীয় পুরষ্কার এবং ভারত, নেপাল ও থাইল্যান্ডের আন্তর্জাতিক মানের পুরষ্কার সহ মোট ১০টি পুরষ্কার পেয়েছেন। উল্লেখ্য তিনি গত ১৯৮০ সনে দৈনিক গণকন্ঠের চাটখিল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক সাংবাদিকতা রাষ্টীয় স্বীকৃতি লাভ করেন। তিনি বর্তমানে দৈনিক সংবাদ সহ কয়েকটি পত্রিকায় কর্মরত রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.