১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চাটখিলে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত জুলাই ৩০, ২০২৩
চাটখিলে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে চাটখিল পৌর আওয়ামীলীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আয়োজিত বিক্ষোভ সমাবেশ চাটখিল পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারন সম্পাদক ও চাটখিল পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌর আওয়ামীলীগ সভাপতি শাহজাহান খান বাবুল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বজলুল রহমান লিটন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইমরুল চৌধুরী রাসেল প্রমুখ। সমাবেশে বক্তরা বিএনপি-জামায়েত সহ বিরোধী দলের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতা আরিফ গাজীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।