পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে এবারের নারী বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে দলটি। শনিবার গ্রুপ-‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের মেয়েরা হেরেছে ২-১ গোলে।
অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।
১৭তম মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৫৮তম মিনিটে দেবিনহার গোলে ম্যাচে ১-১ এ সমতা আনে ব্রাজিল। ৮৩তম মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স।
সমানসংখ্যক ম্যাচে জ্যামাইকার পয়েন্টও ৪। ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে ব্রাজিল। ২ ম্যাচে ২ হারের পর পানামা রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই গ্রুপের সেরা দুইয়ে থাকতে হবে ব্রাজিলকে।
২ আগস্ট গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জ্যামাইকা। সেই ম্যাচের ওপরই নির্ভর করছে ব্রাজিলের ভাগ্য।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.