মোঃ জহির হোসেনঃ কুমিল্লার বরুড়ায় গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার বরুড়া উপজেলা সহকারী কমিশনার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শাকপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষি জমি হতে মাটি ও বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়। এই ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধ আমলে নেয়া হয়।
আটককৃত ১) মহরম আলী, পিতাঃ মৃত নাছিম আলী, সাং- শাকপুর, বরুড়া, কুমিল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০,০০০/- এবং ২) মমিন, পিতাঃ হাজী রুস্তম আলী, সাং- বেকী, বরুড়া, কুমিল্লা ও ৩) আলী আশ্রাফ, পিতাঃ মৃত আইয়ুব আলী, সাং- মধ্য লক্ষীপুর, বরুড়া, কুমিল্লাকে একই আইনের একই ধারায় ৫০,০০০ টাকা, মোট ৩ জনকে ১,০০,০০০-(এক লক্ষ টাকা) অর্থদণ্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এসময় বরুড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.