১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রামাণ্য চিত্রের প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত জুলাই ২৬, ২০২৩
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রামাণ্য চিত্রের প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড ভিডিও চিত্রের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ কলেজ মাঠে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ভ্রাম্যমান প্রচার ক্যারাভ্যান এর উদ্বোধন করা হয়। জয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে চাটখিল ও সোনাইমুড়ীর সকল গ্রাম ও মহল্লায় মাসব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব সমীর, মিজানুর রহমান বাবর, চাটখিল উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা জাফর ইকবাল জামাল, আবদুল আউয়াল (ভিপি আউয়াল), মো: মহসিন, শফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। জয়াগ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ আলহাজ্ব জাহাঙ্গীর কবির কে দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান ও সফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি দাবি করে বলেন, তিনি গত কয়েক বছর ধরে তাঁর একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে চাটখিল ও সোনাইমুড়ীর জনগণের কল্যাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আসছেন। তাই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসেন জাহাঙ্গীর কবির কে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে তাঁর অর্জিত অভিজ্ঞতার আলোকে এই আসনের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব অর্থায়নে আরো বেশি কাজ করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন আমি ছাড়াও যারা প্রার্থী রয়েছেন তার মধ্য যিনি মনোনয়ন পান আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকা কে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সভা পরিচালনা করেন জয়াগ ইউনিয়নের ছাত্রলীগে।