পাঁচ পদে মোট ৪৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। স্বাস্থ্য খাতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। কেবল বান্দরবানের স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে (https://recruiting.esheba-bhdc.org) ৩০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে।
পদের বিবরণ, যোগ্যতা ও বেতন
স্বাস্থ্য খাতে বান্দরবানে নিয়োগ পাবেন ৪৩ জন ১. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)-৫টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)।
২. কম্পিউটার অপারেটর-১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে তিন মাসের কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. স্টোরকিপার-৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোরকিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৫. স্বাস্থ্য সহকারী-২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
♦ নিয়োগ বিজ্ঞপ্তি : http://www.bhdc.gov.bd
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.