মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের নির্দেশনা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দিনব্যাপী এ মতবিনিময় সভায় ২৫০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারিফ-উল-হাসান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল সহ অন্যরা।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com