১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

টাংগাইলে দুই হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯
টাংগাইলে দুই হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ (উত্তর)।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী মহেষপুর এলাকা থেকে উপজেলার দক্ষিন বেতডোবা গ্রামের মৃত জিন্নত বেপারীর ছেলে বিল্লাল হোসেনকে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আরও তথ্যের ভিত্তিতে ঘাটাইল উপজেলার পুকুরিয়া বৈলতৈল গ্রামের মৃত খন্দকার গোলাম সরোয়ারের ছেলে খন্দকার হাসান সরোয়ার মিলনকে আটক করা হয়। পরে মিলনের এলেঙ্গা বিরতিপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।