ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৫৮৯ জন নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪৭ জন ঢাকার সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে সারা দেশে ৭৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৯৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ৬৪৯ জন ঢাকার সিটি বিভিন্ন হাসপাতাল থেকে এবং ঢাকা সিটির বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ৪৪৬ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। ওই আটজনের পাঁচজন ঢাকা সিটিতে এবং তিনজন ঢাকা সিটির বাইরে মারা যান।
এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৮৭ জন এবং ঢাকা সিটির বাইরে সারা দেশে ২৭ জন মারা যান।
চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকা সিটির বাইরে সারা দেশে সাত হাজার ৭৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৯১২ জন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১১ হাজার ২৬৩ জন এবং ঢাকা সিটির বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে মোট পাঁচ হাজার ৬৪৯ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট পাঁচ হাজার ৪৪১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে তিন হাজার ৩৪৭ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.