২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত জুলাই ১৭, ২০২৩
নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টিটু

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করের এমপি টিটু।

সোমবার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১৩৫, টাঙ্গাইল-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ রানা মিয়া,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, নাগরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজ রানা এমভি, ছাত্রলীগের সভাপতি মোঃ আজিম হোসেন রতন,সহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এবং অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে দুধ বিতরণী কার্যক্রম পরিচালিত হয়।