২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি

প্রকাশিত জুলাই ১৫, ২০২৩
চাটখিলে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিল উপজেলার বানসা গ্রামের চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেন এবং মাদক সেবনকারীদের বাঁধা দেওয়ায় বানসা বাজারের ব্যবসায়ী আবদুল হালিম (৬৬) এর বাড়িতে হামলা, ভাংচুর করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১মাসেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে তিনি এবং তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, আবদুল হালিমের দোতলা বিশিষ্ট একলা বাড়িতে তিনি ও তার স্ত্রী বসবাস করেন। ঐ বাড়ির বাগানে জাকির হোসেন রাত হলে মাদক কারবার শুরু করে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি ও মাদক সেবীরা আব্দুল হালিমের বাগানে অবস্থান নেয়। এতে আব্দুল হালিম গত ০৯ জুন মাদক বিক্রয়কালে জাকির হোসেন কে বাঁধা দিলে জাকির ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হালিমের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। স্থানীয়দের বাঁধার মুখে জাকির আক্রমণে ব্যর্থ হয়ে গভীর রাতে হালিমের বাড়িতে হামলা করে। এসময় জাকির প্রকাশ্যে হালিম কে ঘরের বাহিরে আসতে বলে হত্যার হুমকি দেয়। এতে চরম নিরাপত্তাহীনতায় আব্দুল হালিম স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান কে বিষয়টি জানিয়ে স্থানীয়ভাবে প্রতিকারের চেষ্টা করেন। ঘটনার কোন প্রতিকার না পেয়ে আবদুল হালিম গত ১৭ জুন থানায় অভিযোগ দায়ের করেন। আব্দুল হালিম গতকাল বৃহস্পতিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান তার দায়ের করা অভিযোগে স্থানীয় সংসদ সদস্য অভিযুক্ত মাদক কারবারি জাকির হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর সুপারিশ জানালেও পুলিশ ১মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি। জাকির ইতিপূর্বে দুটি মাদক মামলা জামিনে রয়েছে। এসময় আব্দুল হালিম আরো জানান, পুলিশ মাদক কারবারির বিরুদ্ধে কোন ব্যবস্থা না দেওয়া তিনি তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযুক্ত জাকির হোসেন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।