১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

আবদুল ওহাব ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি- জোবায়ের, সম্পাদক- হাসান মাহমুদ

প্রকাশিত জুলাই ১২, ২০২৩
আবদুল ওহাব ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি- জোবায়ের, সম্পাদক- হাসান মাহমুদ

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: আবদুল ওহাব ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের কমিটি মঙ্গলবার গঠিত হয়েছে। এতে ঐ কলেজের একাদশ শাখার শিক্ষার্থী আবদুল জোবায়ের কে সভাপতি ও হাসান মাহমুদ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। গঠিত কমিটিতে হাসান রাকিব (সহ-সভাপতি), রাইসুল ইসলাম রিজন (যুগ্ম সাধারণ সম্পাদক) ও রাতুল হাসান ফাহাদ (সাংগঠনিক সম্পাদক) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়। এছাড়া নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক কে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা ছাত্র লীগের কাছে জমা দিতে বলা হয়েছে। আবদুল ওহাব ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের কমিটি গঠনের আগে মঙ্গলবার কলেজ শাখা ছাত্র লীগের এক সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগ নেতা আবদুল্লাহ আল রাফাত। সভায় উপস্থিত ছিলেন- খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি মোল্লা, উপজেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক সালাহ্ উদ্দিন সুমন, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার সহ উপজেলা ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন খিলপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ লাভলু।