Sharing is caring!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক রাখার জন্য ঘর ভাড়া নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আঁখি আক্তার নামে এক নারী। আঁখি আক্তার এক প্রবাসীর স্ত্রী। পুলিশের অভিযানে তার বাড়ির বাথরুম থেকে ১০০ বোতল ভারতীয় মাদক ইস্কফ উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্ত লাগোয়া আনোয়ারপুর গ্রামে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া আঁখি আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী মো. সুমনের স্ত্রী। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আবু ছালেক, এস.আই মো. মোবারক আলী ও এএসআই মো. শাহজাহান শেখের সমন্বয়ে গঠিত একটি টিম আনোয়ারপুর গ্রামের প্রবাসী সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বাথরুম থেকে ১০০ বোতল ইস্কফ সিরাপ পাওয়া যায়।
পরে আঁখি আক্তারকে আটক করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, আঁখি আক্তার মূলত মাদক ব্যবসায়ী নন। সীমান্ত লাগোয়া বাড়ি হওয়ার সুবাদে তার বাড়িতে মাদক রাখতো ব্যবসায়ীরা। পরে সুযোগ মতো এসব মাদক অন্যত্র সরিয়ে নেওয়া হয়।