চট্টগ্রাম ডেক্সঃ
চট্টগ্রামে চাঞ্চল্যকর আজাদ হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে আজাদের স্বজন ও স্থানীয়রা। একই সাথে হত্যায় জড়িত বাকিদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। শুক্রবার ৭ জুলাই জুমা নামাজের পর নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এসময় বিক্ষোভ কারিরা আজাদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবি এবং হত্যায় জড়িত পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ থেকে আজাদের স্বজনরা হত্যায় জড়িত পলাতক আসামিদের প্রশাসন এখনো কেন গ্রেফতার করছেনা এমন প্রশ্ন তুলেন। এছাড়াও হত্যায় জড়িতরা স্থানীয় কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ভাই খোকনের অনুসারী বলে দাবি করে তাকেও গ্রেফতারের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি নয়াবাজার মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হত্যায় জড়িত ফয়সালের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করে ফয়সালের ফাঁসির দাবি জানিয়ে পুনরায় নয়াবাজার এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।
উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখ ভোররাতে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছুরিকাঘাতে খুন হন স্থানীয় নৈশ প্রহরী আজাদুর রহমান আজাদ (৩০)। ঘটনার পর আজাদের স্ত্রী নাজমা আক্তার বাদি হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ওসমান, রাজীব, রাজু ও ফয়সাল নামে চারজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ঘটনায় জড়িত হিসেবে উল্লেখ করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.