মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: ভ্রাম্যমান আদালত আজ শনিবার দুপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই ভাই সহ তিন জনের কারাদণ্ড ও এক প্রতিষ্ঠানের ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে। এদের মধ্যে দুই ভাই মাদক সেবন করে বাবা-মাকে মারধর করার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং হিমালয় কাউন্টার ম্যানেজার কে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বারাকা পরিবহন চাটখিল কাউন্টারের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উজ্জ্বল রায় পূর্বশিখা কে জানান, উপজেলার আফছারখিল হাজী বাড়ির মাদক সেবী দুই সহোদর ভাই ফজলু (৩২) ও শামসুল আলম (৪০) মাদক সেবন করে তাদের পিতা-মাতাকে মারধর করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিক অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে হিমালয় কাউন্টারের ম্যানেজার শামসুল আলম (৪৫) কে গণপরিবহন আইনে ২০১৮ এর ৮০ ধারা ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং আল বারাকা চাটখিল কাউন্টারের ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের আদেশের পর দন্ডপ্রাপ্ত ৩জনকে কারাগারে প্রেরণ করেছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.