আলোচিত কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী জাকারিয়া (৩৪) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বৃহস্পতিবার বিকেল ৪ টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জাকারিয়া কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের পুত্র।
উল্লেখ্য যে ২০১২ সালে ৫ ই এপ্রিল স্কুল ছাত্র নাঈমকে স্কুল থেকে বাড়ীতে ফেরার পথে অপহরণ করা হয় । পরে হত্যা পর লাশ ইট ভাটায় পুড়িয়ে ফেলে আসামীরা। গ্রেফতারকৃত জাকারিয়া মামলার প্রধান আসামী। এ ঘটনায় নাঈম এর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ২০১২ সালের ৯ ই এপ্রিল কাহালু থানায় মামলা দায়ের করেন। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) এর বিচারক হাফিজুর রহমান ২০১৭ সালে ২৫ শে জানুয়ারী আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামী জাকারিয়ার মৃত্যু দন্ডাদেশ দেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। নাঈম কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলামের পুত্র। নাঈমকে হত্যার পর তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণও নিয়ে ছিল আসামীরা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.