মোঃ ফিরোজ কবির: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল- আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ'র ১০ কেজি করে চাল পেল ৫ হাজার ২৮৫ জন অসহায় ও হতদরিদ্র পরিবার।
২৬-০৬-২০২৩ ইং তারিখ রোজ সোমবার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিএফ চাল বিতরণ করেন, শান্তিরাম ইইউনিয়নের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ খোকন রানা, ১০ নং শান্তিরামি ইউনিয়নের সচিব মোঃখাইরুজ্জামান, এ এস আই রাজ্জাক, ইউপি প্যানেল চেয়ারম্যান আশরাফুল সরকার, ইউপি প্যানেল চেয়ারম্যান (মহিলা) আনজুআরা বেগম,ইউপি সদস্য মোঃমাজহারুল ইসলাম,ইউপি সদস্য মমিনুল ইসলাম প্রমূখ।
১০ নং শান্তিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা খাতিজা বেগম (৪৮) বলেন, বাবা কয়েক বছর আগে মোর সোয়ামি মারা গেছে অনেক অভাব আর টানা পোড়ার মধ্যে দিয়ে কোনো মতো জীবন পাড় করতিছোম, যাই হোক এবারে বাবা ঈদের সময় ১০ কেজি চাউল পালুম, তাও ঈদের দিন ভাত আন্দিয়া খাবার পামো তো। দোয়া করি চেয়ারম্যানোক তাই মোক ছিলিপ খেন দিছে। আল্লাহ তার ভালো করুক।
ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫ হাজার ২৮৫ জন উপকার ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে আমরা বিতরণ করছি। গরীব অসহায় মানুষরা ১০ কেজি করে চাল পেয়ে খুশিতে আত্মহারা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.