২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন নাজমুল হুদা সাকিল

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৩
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন নাজমুল হুদা সাকিল

Exif_JPEG_420

Sharing is caring!

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন নাজমুল হুদা সাকিল

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল বলেছেন, বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আমি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগই যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বলে নাজমুল হুদা শাকিল মন্তব্য করেন। শুক্রবার (১৬ জুন) চাটখিল অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এইচ এম ইব্রাহিম এমপি একজন সংগঠক বান্ধব নেতা উল্লেখ করে নাজমুল হুদা শাকিল বলেন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সমূহ কে সুসংগঠিত শক্তিশালী করার জন্য তিনি নিরলস ভাবে কাজ করা যাচ্ছেন। তিনি আরো বলেন, সারা দেশের ৩২ জন এমপি সৎ ও নিষ্ঠাবান এমপি হিসেবে যে তালিকা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ,তার মধ্যে এইচ এম ইব্রাহিম একজন। নাজমুল হুদা শাকিল বলেন, ২০০১ পরবর্তী পরিস্থিতিতে চাটখিলে আওয়ামী লীগের একটি মিছিল করার মত লোক পাওয়া যায়নি। সে সময় তৎকালীন ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন কিছু নেতাকর্মীকে নিয়ে চাটখিল পৌরসভায় একটি মিছিল করেছিলেন। চাটখিলের আওয়ামী লীগের দুর্দিনে বেলায়েত হোসেনের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সব সময় ত্যাগীরা দলের প্রাণের স্পন্দন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা নিয়ে এখানে পাঠাবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব। নাজমুল হুদা শাকিল উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।