২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-২

admin
প্রকাশিত জুন ১১, ২০২৩
সোনাইমুড়ীতে বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-২

Sharing is caring!

সোনাইমুড়ীতে বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-২

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ৭দিন পর গত শনিবার রাতে পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মাকসুদুর রহমান (৩৮) ও সুমি আক্তার (২৬)। সোনাইমুড়ী থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মাকসুদুর রহমান কে শরীয়তপুর জেলাধীন জাজিরা থানা এলাকা থেকে এবং সুমি আক্তার কে কুমিল্লা লাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান,গ্রেফতারকৃত আসামীদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য গত শনিবার (৩ জুন) ডেউয়া গাছের ফল পাড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে সোনাইমুড়ী থানাধীন চাষিরহাট ইউপি রথী গ্রামের এনামুল হক (৭৬) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে হত্যার শিকার এনামুলের ছেলে ওসমান গনি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ হত্যা মামলা রুজু করে।