নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার হাতিয়ায় কারেন্টজাল ও জাটকা সহ ৮ জেলে আটক
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মৎস্য শিকারের দায়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। শুক্রবার (৯ জুন) সকালে আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঈশ^র ইউনিয়নের বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। আটকারীরা হচ্ছেন ভোলার সদর উপজেলার রাজাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে নাজি উদ্দিন মাঝি (৩৩), মেদুয়া গ্রামের আবদুল বারেক মাতাব্বরের ছেলে আমির হোসেন (৩০), একই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আজাদ (২০), আবু সাইদের ছেলে হিরণ (২২), কবির বেপারীর ছেলে কামাল (৩৩), আজিজ সর্দারের ছেলে আমজাদ হোসেন (৩২), আরব আলী মাঝির ছেলে জাহাঙ্গীর (৩৩) ও আবদুল জব্বার বেপারীর ছেলে আবুল কাশেম (৪৫)। পুলিশ জানায়, জাটকা ইলিশ নিধনকারী ও কারেন্টজাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় হাতিয়া নৌ-পুলিশ। অভিযানকালে গোপন সংবাদের ভিতিত্তে খবর পেয়ে বাংলা বাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় নদীতে পাতানো আবস্থায় ৩হাজার মিটার কারেন্টজাল ও একটি ট্রলার সহ ৮ জেলেকে আটক করা হয়। আটককৃত ট্রলার থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। নদীতে কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.