Sharing is caring!
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপ-পরিক্ষা নিয়ন্ত্রক জনাব মেকাইল ইসলাম কে রেজিস্ট্রার কর্তৃক কারণ দর্শানোর নোটিশ প্রদান ও গত ০৬/০৬/২০২৩ ইং তারিখ রেজিস্ট্রার মহোদয়ের কক্ষে কর্মকর্তাদের সাথে ল্যাব টেকনিশিয়ান তরিকুল ইসলামের অসংলগ্ন আচরনের কারনে অফিসার্স এসোসিয়েশন কলম বিরতি (পেন ডাউন) পালন করেছেন।
০৮/০৫/২০২৩ ইং তারিখে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কলম বিরতি পেন ডাউন) কার্যক্রমের ঘোষনা দেন।০৭/০৬/২০২৩ ইং তারিখে উক্ত বিষয়কে কেন্দ্র করে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ এর সভাপতিত্বে (অনলাইনে যুক্ত থেকে) অফিসার্স ক্লাবে জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভায় তিনটি দাবি পেশ করেন এবং দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবে বলে ঘোষনা দেন।
এ বিষয় সম্পর্কে জানতে চাইলে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ বলেন,আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে যৌক্তিক দাবিসমূহের বিষয়ে কোন সদুত্তর না পাওয়ার কারনে আমরা ০৮/০৬/২০২৩ ইং তারিখ ১২.০১ থেকে কলম বিরতিতে যায়।উক্ত ঘঠনা সমাধান না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।তিনি আরো বলেন, আশা করি উপাচার্য এই বিষয় আমলে নিয়ে দ্রুত সমাধান করবেন।