মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)
চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা (বরংগাইল) আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণের জন্য মোট ১ হাজার ৬৩৫.১০ কোটি টাকা প্রকল্পের ৬০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে এবং টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণের জন্য মোট ১৪৩৫.৮৯৩৬ কোটি টাকা প্রকল্পের ৪০০ কোটি টাকা অনুমোদন পেয়েছে।
এতে নতুন আঞ্চলিক এই মহাসড়ক নির্মাণ বাস্তবায়নে নতুন গতির সঞ্চার হবে এবং দক্ষিণ টাঙ্গাইল তথা নাগরপুর - দেলদুয়ার এর জনগণের ব্যাপক আর্থসামাজিক পরিবর্তন ঘটবে বলে আসা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১ জুন) একাদশ জাতীয় সংসদ অধিবেশনে দেশের ৫২তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উত্থাপিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এই বরাদ্দের তথ্য প্রকাশ পায়।
১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর জাতীয় সংসদ সদস্যঃ আহসানুল ইসলাম টিটু বলেন - নাগরপুর - দেলদুয়ার এর ইতিহাসে প্রথমবার এক সঙ্গে দুটি আঞ্চলিক মহাসড়কের বাজেট পাশ হয়। এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটবে। নাগরপুর - দেলদুয়ারে এর আগে কখনো এত বড় প্রকল্পের অনুমোদন পায়নি।
এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.