২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা।

প্রকাশিত জুন ৫, ২০২৩
বেগমগঞ্জে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা।

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের রাজন সাহা আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজন সাহার পেঁয়াজের আড়তকে বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে ১০টাকা জরিমানা করা হয়। একই দিনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৭৫/৮৫/৮৮/৯০ টাকা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করা হয়। যার ফলে পেঁয়াজের বাজারে অরাজকতা সৃষ্টি হয়। অভিযানে হাজী আমিন উল্লাহ পেঁয়াজের আড়তকে ন্যায্য মুল্যে পেয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়। এ সময় অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা।