পলাশ কান্তি নাথঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবদুল করিম সজন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের একটি সোনার বার, ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং ২টি ল্যাপটপ জব্দ করা হয়।৪ জুন রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাকে আটক করেন।কাস্টমস গোয়েন্দারা জানিয়েছেন, আটক যাত্রী সজন ফ্লাই দুবাইয়ে এফজেড-৫৬৩ ফ্লাইটে করে সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।বশীর আহমেদ বলেন, জব্দ লম্বা দণ্ড সদৃশ সোনাগুলো লাগেজের দরজার কব্জার ভেতরে ঢুকিয়ে সুকৌশলে বহন করছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচার ও চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান বন্ধে আমরা জোর তৎপর আছি।আমাদের টিম সার্বক্ষণিক বিচক্ষণ নজরদারিতে আছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.