মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)
টাংগাইলের নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথ সভা করলেন পানি সম্পদ উপ- মন্ত্রী একে এম এনামুল হক শামীম। নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারা মানুষের উদ্দেশ্য
পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙ্গনের কবল থেকে মানুষকে রক্ষা করতে যা যা করার দরকার তার সবই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে তারা কাজও শুরু করছে।
তিনি আজ সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খাষ পুখুরিয়া হতে চর-সলিমাবদ পর্যন্ত যমুনা নদীর বামতীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষন” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন কালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মত-বিনিময় সভায় এ কথা বলেন
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুর রহিম সুজন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম (অপু), গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হকসহ থানা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.