
মো: জান্নাত মোল্যা: “যারা মাঠ ছাত্রলীগ করে, তারা তাদের যোগ্যস্থান পাবে” গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক আমির হামজা রাজপাট ইউনিয়ন ছাত্রলীগের একটা চা- বৈঠকে এ কথা বলেন।
২৯ মে (সোমবার) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ ভারপ্রাপ্ত- সম্পাদক আমির হামজা রাজপাট ইউনিয়ন শাখার ছাত্র-সমাজের আমন্ত্রণে একটা চা-বৈঠকে অংশগ্রহন করেন। সেখানে তিনি উপস্থিত ছাত্র-সমাজের উদ্যেশ্যে অনেক দিক নির্দেশনা দেন।
তিনি ছাত্রলীগ কর্মীদের উদ্যেশ্যে বলেন, আমি জানি আপনারা একটা বিষয়ে কষ্ট পেয়েছেন। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের এ কষ্ট আর বেশিদিন থাকবে না। অনেকের অভিযোগ আমি শুনেছি। এখন থেকে আর অভিযোগ করতে হবে না। আপনারা যারা ছাত্রলীগ করেন, যারা ছাত্রলীগের জন্য মাঠে কাজ করেন, তারা এখন থেকে আপনাদের যোগ্যস্থান পাবেন। কেউ বৃথা যাবেন না। এতদিন যা হয়ে এসেছে এখন থেকে আর তা হবে না। যোগ্যরা তার যোগ্য স্থান পাবে।
তিনি বলেন, বিএনপি বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গুজব রটায়। আমাদের সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে সেই গুবকে প্রতিহত করা। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা। এবং আমাদের উচিৎ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার করা।
তিনি আরও বলেন, বিএনপি যেসব স্বরযন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এখানে যদি বিএনপি তাদের কার্যকলাপ চালানোর চেষ্টা করে, কোনো নির্দেশনার অপেক্ষা না করে সরাসরি গণধুলাই দেবেন। তাতে যদি কোনো সমস্যা হয় আমি আমির হামজা তার ব্যবস্থা নেবো।