২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে বিসিক শিল্পনগরীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা।

প্রকাশিত মে ২৯, ২০২৩
নোয়াখালীতে বিসিক শিল্পনগরীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা।

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ভেজাল খাদ্যপণ্য উদ্ভাবন ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল হিসাব ভেজাল তেল, ভিনেগার, জেলি ও টোস্ট বিস্কুট ধ্বংস করা হয়। রোববার (২৮ মে) বিকেল হতে রাত পর্যন্ত সদর থানার বিসিক শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অ্যাসিসটেন্ট কমিশনার দেবব্রত দাশ। সাথে ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অনুমোদন ব্যতীত ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি হলো বলে অভিযোগ পান নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে তার নির্দেশে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার দেবব্রত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। উনি বলেন, সরেজমিনে নালিশের সত্যতা পাওয়া যায়। পরে এলিট ফুড নামের ১টি কারখানাকে ১ লাখ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের অন্যটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ফিউচারের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।