১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চাটখিলে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২৯, ২০২৩
চাটখিলে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

চাটখিলে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিলে চলতি বছরের হজ্জ যাত্রীদের হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে এক চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এই কর্মশালা সোমবার সকাল থেকে দুুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ৬০জন হজ্জ যাত্রী অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবু জায়েদুল আমিন টিপু। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাখাওয়াত উল্যাহ।

কর্মশালায় হজ্জ যাত্রীদের হজ্জ পালনের বিভিন্ন বিষয়ে ধারনা দিয়ে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ডাঃ এম.এ নোমান, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হিফজুর রহমান, চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আ.ন.ম মাছুম বিল্লাহ, মুফতি হারুনুর রশিদ, মুফতি মুকবুল আহম্মদ প্রমুখ।

কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সাধারন সম্পাদক ও চাটখিল ইসলামিয়া ডায়াবেটিস স্টোরের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রহমত উল্যাহ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু সাদেক, চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রুবেল হোসেন সহ পৌর শহরের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।