১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নাগরপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছ।

প্রকাশিত মে ২৮, ২০২৩
নাগরপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছ।

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ( টাঙ্গাইল)

টাংগাইলের নাগরপুরে (ভুমি) সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বরিবার সকালে উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজনে করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃসিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা,কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হুসাইন শাকিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর ইসলামসহ অন্যরা।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।