২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা শীর্ষক কর্মশালা।

প্রকাশিত মে ২৭, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা শীর্ষক কর্মশালা।

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, চাটখিল, নোয়াখালী:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “স্মার্ট বাংলাদেশ”- বিনির্মাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা শীর্ষক কর্মশালা নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে দুই পর্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক।

বিকেলে প্রথম পর্বে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সন্ধ্যায় স্মার্ট ভূমি সেবা বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়। এসময় তিনি উপস্থিত উপজেলার ৭৫টি সংগঠনের প্রায় ৫শতাধিক স্বেচ্ছাসেবী সদস্যদের ভূমি বিষয়ক বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরে ভূমি বিষয়ক আইন সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান করেন। পরে দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে “বীরত্ব গাঁথা”- প্রকল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রুবেল হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

কর্মশালা পরিচালনা করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ। কর্মশালা শেষে উপস্থিত স্বেচ্ছসেবী সংগঠন গুলো কে সামাজিক কাজে উৎসাহ জোগান দেওয়ার লক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।