Sharing is caring!
মো: জান্নাত মোল্যা: গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন সরকারি এস কে কলেজ শাখা ছাত্রলীগ শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
২৩ মে (সোমবার) সরকারি এস. কে. কলেজ ছাত্রলীগের সুযোগ্য ও সকল ছাত্র-ছাত্রীদের প্রিয় নেতা এম. মেহেদী হাসান এর নেতৃত্বে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।
“শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”
“শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” স্লোগানকে ঘিরে শতাধিক ছাত্র-ছাত্রী’দের সঙ্গে নিয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোহগ শরীফ (সভাপতি) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, সরকারি এস কে কলেজ শাখা, এম. মেহেদী হাসান (সভাপতি) বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ সমিতি, সরকারি এস কে কলেজ শাখা’সহ আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক- আরিন মাহমুদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক- মো: জান্নাত মোল্যা।
এম মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়েছে, যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমি এর তীব্র নিন্দা জানাই। এটি শুধু একটি অঞ্চলের নিম্নপর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, বরং এটি গভীর ষড়যন্ত্রের অংশ ও তার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, যে এই ঘৃন্য কাজ করেছে তার কঠিন থেকে কঠিন সাজা হোক আমরা এই কামনা করি। এবং ভবিষ্যতে যেন এরকম কাজ করার কোনো সুযোগ না পায় তার ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।