Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার (খননযন্ত্র) পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি খননযন্ত্র ও নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার সরঞ্জামাদি। তবে এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।
আজ সোমবার (১৯ আগষ্ট) দুপুরে হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর সিফুলিয়া খালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, হোছনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে দুটি খননযন্ত্র পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। অভিযানের সময় একটি খননযন্ত্র খাল থেকে সরিয়ে পাশ্ববর্তী বাড়ির উঠানো কে বা কারা রাখে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করে। তবে ওই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা অভিযোগ করেছেন সরকারি দলের নাম ভাঙিয়ে কিছু নেতাকর্মী অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত রয়েছেন।