২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

বকেয়া বেতন- ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য মানববন্ধন।

admin
প্রকাশিত মে ২২, ২০২৩
বকেয়া বেতন- ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য মানববন্ধন।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দেশের ৭৭৭ জন শিক্ষকদের দীর্ঘ ৩৪ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করা হয়।
সোমববার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ওই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, বাকাছাপ এর সভাপতি বাস্তব ষোঘ, আহসান মিয়া, সিয়াম খান, খলিফা ও রামিমসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৪ মাস যাবৎ দেশের ৭৭৭ জন শিক্ষকদের বেতন বকেয়া বন্ধ রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে আমরা ক্লাস পাচ্ছি না। তাই তাদের বকেয়া বেতন দিয়ে ক্লাস শুরু করার আহ্বান জানান তারা।