Sharing is caring!
স্টাফ রিপোর্টার:চলমান এসএসসি পরীক্ষায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন পরিদর্শনে যান। এসময় তিনি কেন্দ্রে অবস্থানকালীন খলিলুর রহমান কামিল মাদ্রাসার এক ছাত্র (রোল-২৪৯৩৩৪) নকল করতে দেখতে পেয়ে তাকে বহিস্কার করেন। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, উপজেলা প্রশাসন চলমান এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বদ্ধপরিকর। কোন শিক্ষার্থী যে কোন ধরনের অসদুপায় অবলম্বন করলে কিংবা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বের অবহেলা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।