পলাশ কান্তি নাথঃ
নগরীর পতেঙ্গায় বেপরোয়া গতির লরি থেকে রিকশার ওপর কন্টেইনার ছিটকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।১০ মে বুধবার দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মো. ইউনুছ মাঝি (৫৯) ও আবদুর রহিম (৩০)। সম্পর্কে তারা বাবা-ছেলে।নিহতদের বাড়ি চাঁদপুর সদর থানার মুন্সিরহাট বিষ্ণুপুর গ্রামে। তারা দীর্ঘদিন পরিবার নিয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বসবাস করে আসছেন। ইউনুছ মাঝি পতেঙ্গার সাইলোতে কর্মরত ছিলেন।অন্যদিকে কনটেইনার চাপায় গুরুতর জখম রিকশাচালক হলেন- মোরশেদ আলম (২৭)। তিনি পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড পূর্ব-কাঠগড় এলাকার নুর আমিনের ছেলে।এতে দুই রিকশারোহী ঘটনাস্থলে প্রাণ হারালেও রিকশাচালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেভী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, স্টিলমিল এলাকায় লরি থেকে ছিটকে পড়া কনটেইনার চাপায় গুরুতর আহত রিকশাচালক মোরশেদকে বিকেল ৩টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করেন।ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন জানান, চলন্ত লরি থেকে পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। ক্রেন এনে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজে ছুটে আসেন নৌ-বাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জাতীয় সাপ্তাহিক পত্রিকা অভিযোগ কে বলেন শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি বড় কন্টেইনার রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আরোহী দুজন মারা যায়। গুরুতর আহত রিকশাচালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, লরিচালক বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিলেন। এতে রিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় লরি থেকে কনটেইনারটি ছিটকে পড়ে পাশের রিকশাকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.