টাংগাইলের নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি টিটু। ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুরে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (৯ মে) সকালে নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে এমপি টিটু নদী ভাঙনের শিকার নদী তীরবর্তী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম মহোদয়ের সাথে মুঠোফোনে কথা বলেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,টাংগাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান খান শাকিল, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com