২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিল প্রেসক্লাবে আলোচনা সভা

admin
প্রকাশিত মে ৯, ২০২৩
চাটখিল প্রেসক্লাবে আলোচনা সভা

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল প্রেসক্লাবে সোমবার (০৮ মে) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক প্রফেসর দ্বীন মোহাম্মদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ, প্রেসক্লাবের সদস্য মনির হোসেন। সভায় উপস্থিত ছিলেন – দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর আলম, চাটখিল প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক লিটন, রহমতুল্লাহ, রুবেল হোসেন, খালেদ হোসেন জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন – সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল, শামছুদ্দিন শামীম, মামুন চৌধুরী, আলমগীর হোসেন হিরু, মো: হানিফ, সাইফুল ইসলাম বাবর, মো: ইলিয়াস প্রমুখ। সভায় উপস্থিত সাংবাদিকদগণ চাটখিল প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি যে ঐতিহ্য বয়ে বাড়াচ্ছে সেই ঐহিত্যের মিথ্যা ও বিভ্রান্ত তথ্য দিয়ে গত ২৫ এপ্রিল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে কয়েকজন বক্তব্য রাখেন দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তরা বলেন, সাংবাদিকদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের ভিডিও ক্লিপে দেখা যায় সাজাপ্রাপ্ত আসামি, চুরি মামলায় জেল থেকে আসা মুদি দোকানদার, চা দোকানদার সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িতরা উপস্থিত রয়েছে। এতে সুশীল সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কতিপয় ব্যক্তি বিশেষ স্বার্থে প্রচারিত মিথ্যা তথ্যে সুশীল সমাজকে বিব্রত না হওয়ার অনুরোধের পাশাপাশি সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। বক্তরা আরো বলেন, চাটখিল প্রেসক্লাব প্রকৃত সাংবাদিকদের আতুড়ঘর ছিলো এবং থাকবে বলেও ঘোষণা দেওয়ার পাশাপাশি চাটখিল বাসীর প্রতি প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। সভায় চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান বলেন, যেহেতু চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ সহ ০৭ সদস্য গত বছরের ২৪ ডিসেম্বরের নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেছে। সেহেতু আদালতে মামলা বিচারাধীন হওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাটখিল প্রেসক্লাবের সকল সদস্য এবং কর্মরত সাংবাদিকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করে। এবং যারা মামলা নিষ্পত্তি হওয়ার পূর্বে অগঠনতান্ত্রিকভাবে উপজেলার কর্মরত কয়েকজন সাংবাদিকদকে চাটখিল প্রেসক্লাবের সদস্য করার প্রলোভন দিয়ে বেড়াচ্ছে তাদের প্রলোভনের প্রতারিত না হতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন মামলা নিষ্পত্তি হলে পরবর্তীতে নতুন সদস্য সংগ্রহ করা হবে। যারা চাটখিল প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক যোগ্য হবে তারা সবাই সদস্য পদ লাভ করতে পারবেন।