Sharing is caring!
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় শনিবার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ১টি হাসপাতালের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাইমুড়ী উপজেলার বটগ্রাম, কাজিরখিল,বারাহিননগর,পিতাম্বপুর,পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক এবং আমিশাপাড়া সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো : ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল এক চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে চাটখিল উপজেলার বাদুলী মোল্লাপত্তন, বালিয়াধর ও শংকরপুর সরকারি বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে সাংসদ এইচ এম ইব্রাহিমের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোজাফফর হোসেন মানিক, খিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গণি মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সুমন প্রমূখ।