ম্যালেরিয়া আর ডেঙ্গুর মৌসুম চলছে। এই সময়ে স্বভাবতই মশার উপদ্রব নিয়ে সবাই চিন্তিত। আর মশার উপদ্রব ঠেকাতে হেন পদ্ধতি নেই অবলম্বন করা হয় না। মশার কয়েল যতটা সম্ভব কম ব্যবহার করারই চেষ্টা থাকে। তারপরও মশার কামড় থেকে সবসময় কি আর রক্ষা মেলে? তা মেলে না। কারণ আপনাকে বাইরেও থাকতে হয় অনেক সময়। বাইরে থাকার সময় তো মশা কামড়াবেই। তখন? উপায় তো একটাই, অডোমস। তবে অডোমস ত্বকের ক্ষতি করে বলে একটি অভিযোগ আছে।
অভিযোগটিও ফেলে দেওয়ার মতো নয়। কারণ অডোমস রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয়। কৃত্রিম কিছু রাসায়নিক উপাদান থাকবেই।
কিন্তু প্রাকৃতিক কোনো উপায়ে কি মশার কামড় থেকে রেহাই পাওয়া যাবে না? যাবে অবশ্যই। আর সেটি হলো লবঙ্গ। শুনে অবাক হতেই পারেন। কারণ মশলা হিসেবেই লবঙ্গের সুনাম বেশি। অবশ্য লবঙ্গ কিনে আনলেই আপনি মশা তাড়াতে পারবেন না। লবঙ্গের তেল জোগাড় করতে হবে।
বাইরে যাওয়ার আগে শরীরের উন্মুক্ত অংশগুলোতে লবঙ্গের তেল লাগিয়ে নিন। লবঙ্গে ইউজেনল নামে একটি যৌগ আছে। এই যৌগের ঝাঁজ বা ঘ্রাণ মশা সহ্য করতে পারে না। তাই আপনার শরীরে কামড় দেওয়ার আগে তো মশাকে ত্বকের ওপর বসতে হবে। লবঙ্গের তেলের ঝাঁজ লাগলেই আবার দৌড়ে পালাবে