Sharing is caring!
বিনোদন ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন কলকাতার অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। থিয়েটারের মঞ্চ থেকে ছোটপর্দা, বড়পর্দার জনপ্রিয় নাম সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত।
বুধবার সন্ধ্যায় মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ে এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা লেখেন সপ্তর্ষি। তাঁদের গাড়ি চালকের মুন্সিয়ানায় প্রাণে বাঁচেন তাঁরা।
অভিনেতার দাবি তাঁদের গাড়ি চালকের কারণে তাঁরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। উল্টো দিক থেকে একটি গাড়ি তাঁদের গাড়ি ওভারটেক করার চেষ্টা করে তার জেরে ফ্লাইওভার থেকে গাড়ি নিচে পড়ে যেতে পারত বা অন্য এক বাইককে গিয়ে ধাক্কা মারত। সপ্তর্ষি ওই গাড়ির নম্বর প্লেটের একটি ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেতা। সেই পোস্টে ট্যাগ করেছেন কলকাতা পুলিশকেও।
কী ঘটে? ফ্লাইওভারে গাড়ি চালানোর একটা গতি বেঁধে দেওয়া আছে। সেই মতোই তাঁরা যাচ্ছিলেন মা উড়ালপুল দিয়ে। তখনই হঠাৎ করে একটা গাড়ি ভুল দিক থেকে ভীষণ গতিতে এসে তাঁদের ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করে যাওয়ার সময়ই ওই গাড়িটা সপ্তর্ষি সোহিনীর গাড়িকে ধাক্কা মেরে চলে যায়।