২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে ফসলি জমি নষ্ট করা হচ্ছে- প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৩
চাটখিলে ফসলি জমি নষ্ট করা হচ্ছে- প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে সংঘবদ্ধ একটি চক্র। প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করার সাহস পায় না। পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্রে এবিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লোকদেখানো অভিযান চালায়। ঐ অভিযানে শুধু মাত্র চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার নুরুল হকের ছেলে বেল্লাল হোসেন এর ৫০হাজার টাকা জরিমানা আদায় করা তবে মাটি কাটার ভেকু মেশিন সহ যন্ত্রপাতি জব্দ করা হয়নি। ফলে জরিমানা দেওয়ার পর বেল্লাল হোসেন যেন ফসলি জমির মাটি কাটার বৈধতা পেয়েছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ভেকু মেশিন দিয়ে মাটি কেটে অন্যত্রায় নিয়ে যাচ্ছে। সরেজমিনে রোববার বিকেলে গিয়ে দেখা যায়, বেল্লাল হোসেন পৌর সভার সুন্দরপুর এলাকার ১১ নম্বর ব্রীজের পশ্চিম পাশে ফসলি মাঠে, চুয়ানি মার্কেট থেকে উত্তর পাশে ফসলি মাঠে ৬টি ট্রাক্টর ও টলি এবং ভেকু যোগে মাটি কেটে অন্যত্রায় সরিয়ে নিচ্ছে। স্থানীয়রা জানান, পৌরসভার কয়েকজন কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সহ প্রায় ৭০/৮০ জন প্রতিনিধি সহ অসাধু একটি চক্র এই মাটি ব্যবসায় জড়িত রয়েছেন। এছাড়া উপজেলার পরকোট ইউনিয়নের খালিশপাড়া, বাইসিন্দুর, দৌলতপুর, রামনারায়নপুর, খিলপাড়া ইউনিয়নের একাধিক স্থানে ফসলি জমির মাটি কেটে জমি নষ্ট করা হচ্ছে। কৃষি জমির অভাবে কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘার সৃষ্টি করবে। ফলে এই অঞ্চলের মানুষ খাদ্য আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই দরিদ্র কৃষকরা প্রশাসনের প্রশংসনীয় ভূমিকা প্রত্যাশা করছে।