মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত কাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনাসহ তিনটি ইউনিয়নে ৫ হাজার অসহায় হত দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল ও ঈদ উপহার বিতরণ করেন। এর আগে তিনি গতকাল ১২ শত পরিবারকে মাঝে ঈদ উপহার ও চাউল বিতরণ করেন। এই নিয়ে মোট ২ দিনে ৬ হাজার ২ শত পরিবারকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।এমপি ঈদ সামগী বিতরণের আগে সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে নৌকায় ভোট দেওয়ার শপথ বাক্যপাঠ করান। এ সময় এমপি ইব্রাহিম বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাইমুড়ী উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত করেছেন। আপনারা জাতির পিতার কন্যাকে কোনো বিনিময় দিবেন না? বলেন নৌকায় ভোট দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে শপথ করেন। আগামী নির্বাচনে যেকোনো মূল্যে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আল্লাহ আপনাদের হাতগুগুলোকে কবুল করুক। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের অনেক জেলা উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত করেছেন। সোনাইমুড়ী উপজেলায় মুজিববর্ষের ৫৬৮ গৃহহীনের তালিকায় করা হয়েছে। ইতোমধ্যে আমরা সবার ভূমি ও গৃহের ব্যবস্থা করেছি। একমাত্র আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিএনপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তারা মানুষের ভাল চায় না। এসময় সোনাইমুড়ী পৌর মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।