২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সশস্ত্র বাহিনী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩
নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সশস্ত্র বাহিনী

Sharing is caring!

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে শনিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ফায়ার ক্রু মোতায়েন করা হয়। এছাড়াও অগ্নিকাণ্ড এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে বৈরী পরিস্থিতিতে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ওয়াটার বাউজারের মাধ্যমে পানি ও অন্যান্য অগ্নিনির্বাপণের সরঞ্জামাদিসহ সহায়তা দেয়। এ ছাড়া যেকোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। এর আগেও গুলশান, বঙ্গবাজার ও নবাবপুরের আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করেছে।

এদিকে বাংলাদেশ বিমানবাহিনীর ১০৮ সদস্যের একটি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে তাৎক্ষণিক দুইটি অগ্নিনির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আনুমানিক ভোর ৬টা ৫০ মিনিটে উপস্থিত হয়ে আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রম শুরু করে। বিমান বাহিনীর ৮ জন কর্মকর্তা ও ১০০ জন অন্যান্য পদবীর সদস্য এতে অংশ নেয়। প্রস্তুত রাখা হয় বিমান বাহিনীর হেলিকপ্টার। নৌবাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।