
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন এখনো পুরোপুরি নেভেনি। এ জন্য উদ্ধার কার্যক্রম ও আগুন পুরোপুরি নির্বাপণে ১২টি ইউনিট সম্মিলিতভাবে সারারাত কাজ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার রাতে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানানোর সময় এসব তথ্য দেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
তিনি বলেন, আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে এখন আর বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি না।
মার্কেটের ভেতরের পরিস্থিতি সম্পর্কে রেজাউল করিম বলেন, মার্কেটের ভেতরের সব দোকানের সাটার আটকানো ছিল। ফলে দোকানের ভেতরের কাপড় বা ফেব্রিক্স এখন মোল্ডারিং অ্যাফেক্ট হচ্ছে, অর্থাৎ, তুষের আগুনের মতো কাপড়গুলো জ্বলছে। তাই আমরা প্রতিটি দোকানের সাটার খুলে খুলে পরীক্ষা করছি এবং পানি দিয়ে আগুন নির্বাপণ করছি।
শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। ঈদের আগমুহূর্তে এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সম্বল হারিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা এখন চৌকি পেতে পণ্য বিক্রি করছেন। নানা সংকটের মধ্যেও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর।