স্টাফ রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুর থানাপুলিশের বিশেষ অভিযানে ৪ সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩জনকে গ্রেফতার করেছে।
মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পারীঃ জারীঃ মোকদ্দমা নং- ৫৯/২১ এর আসামী মোঃ আবুল কালাম আজাদ, পিতা- মোহাম্মদ আলী সরদার, সাং- সারতা, অর্থজারী- ২২/২২ এর আসামী মোঃ আঃ লতিফ মন্ডল, পিতা- মৃত তমির উদ্দিন, সাবেক সাং- মহাদেবপুর, বর্তমান সাং- কুঞ্জবন লক্ষনপুর, জিআর-৩১৬/১৩(মহাঃ) এর আসামী মোঃ আজাহার আলী, পিতা- আব্বাস আলী মন্ডল, সাং- শহরাই উত্তরপাড়া,জিআর-৩১৬/১৩(মহাঃ) এর আসামী আসাদ আলী মন্ডল, পিতা- আজাহার আলী মন্ডল, সাং- শহরাই উত্তরপাড়া, জিআর- ২৬১/২২(মহাঃ)এর আসামী মোঃ রুবেল হোসেন(৩০), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- আতুড়া, জিআর-৭২/১৫ এর আসামী মোঃ আবু খায়ের মন্ডল, পিতা- মৃত রিয়াজ উদ্দিন মন্ডল, সাং- মাদিশহর,জিআর- ১৫৯/১৫(মহাঃ) এর আসামী শ্রী গ্রোরাঙ্গ লাড্ডু মহন্ত, পিতা- শ্রী গোবিন্দ মহন্ত, সাং- আটুরা পূর্বপাড়া, জিআর- ৩৬/১৭(মহাঃ) এর আসামী মোঃ রায়হান আলী, পিতা- মোঃ আবুল হোসেন, সাং- রঘুনাথপুর, সিআর- ৫০৮/২১(মহাঃ)এর আসামী মোঃ ইমদাদ মিঞা, পিতা- আনোয়ার, সাং- শিবগঞ্জ উত্তরপাড়া, সিআর-৮৭১/২২(মহাঃ)এর আসামী মোঃ হাফিজুল ইসলাম, পিতা- মোঃ মাজেদ আলী, সাং- উজানি, সিআর-৭২৫/২২ এর আসামী মোঃ শাহীন মন্ডল, পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- উজানি, নারী শিশু মামলা নং- ২১১/১৭ এর আসামী মোঃ আফজাল হোসেন, পিতা- মৃত তরেজ উদ্দিন, সাং- গোবিন্দপুর, নারী শিশু মামলা নং- ২১১/১৭ এর আসামী মোছাঃ মতিজান বিবি, স্বামী- মোঃ আফজাল হোসেন, সাং- গোবিন্দপুর, সর্বথানা- মহাদেবপুর, জেলা- নওগাঁদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার পূর্বক তাদের ৯ এপ্রিল আদালতে প্রেরণ করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.